স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মযমনসিংহ সিটির ৫১ হাজার ৮শ ৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ সিটির ৩৩ টি ওয়ার্ডে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুর রউফ।
স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এসময় উপ সচিব (প্রশাসন মনিটরিং) ডঃ বিলকিস বেগম, সিটি কর্পোরেশন এর প্রদান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন এর মেডিকেল অফিসার ডাঃ এইচ কে দেবনাথ, সেনেটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।










