স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের শিশুদের নীল রংয়ের ক্যাপসুল খাওয়ানোর শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও লাল রংয়ের ক্যাপসুল খেয়েছে জেলার ৯৩ শতাংশ শিশু।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩টি ওয়ার্ডে চলে এ ক্যাম্পেইন। এদিন সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রউফ।
এসময় করপোরেশনের উপ-সচিব (প্রশাসন মনিটরিং) ড. বিলকিস বেগম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন এর মেডিকেল অফিসার ডাঃ এইচ কে দেবনাথ, সেনেটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এমদাদুল হক জানান, ময়মনসিংহের ১২ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯০ হাজার ৬১২ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৪ হাজার ৮৭৬ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
তিনি জানান, নীল রংয়ের ক্যাপসুলে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও লাল রংয়ের ক্যাপসুলে ৯৩ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।










