ময়মনসিংহে ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতে ৫নং ওয়ার্ড যুবলীগের মশক নিধন অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতে ময়মনসিংহে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে মহানগর যুবলীগ।

রবিবার (৪ আগস্ট) দুপুরে ৫ নং ওয়ার্ডে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সহযোগিতায় ও মহানগর যুবলীগের আহব্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান নির্দেশনায় যুুুুবলীগ নেতা মেজবা উর রাহমান খান (তুষার) এর নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়।

জানা যায়, মশক নিধন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহায়তায় দিনব্যাপী পুরো ৫ নং ওয়ার্ডে ঔষধ ছেটনো হচ্ছে। এছাড়া যুবলীগ নেতা কর্মীরা বিভিন্ন ঝোপঝাড় কেঁটে পরিষ্কার করতে দেখা যায়। মূলত সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

এ বিষয়ে যুুুুবলীগ নেতা মেসবাহ উর রাহমান খান ( তুষার ) বলেন, ডেঙ্গুর ভয়াবহতা কোনভাবেই যেন ছড়িয়ে না পড়ে, তাই ৫ নং ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। সেই সাথে ব্লিচিং পাউডার ছিঁটানো হয়েছে আর মশা নিধনের জন্য মেশিন দিয়ে ঔষধ দেয়া হয়েছে।