জাতিসংঘে দুটি পুরুস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: ‘ভ্যাকসিন হিরো’ এবং “চ্যাম্পিয়ন অব স্কিল” শীর্ষক পুরস্কার পাওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ শাখা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ শাখার আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ স্বাক্ষরিত এক বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

জাতিসংঘের চলতি অধিবেশনে যোগ দিয়ে দুটি পুরুস্কার পেলেন বিশ্বের অন্যতম এই রাজনীতিক। এই পুরস্কার তিনি উৎসর্গ করেন বিশ্বের সকল শিশু, তরুণসহ বাংলাদেশের জনগণকে।

বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাপক প্রসারের মাধ্যমে লাখো বাংলাদেশি শিশুদের জীবন বাঁচানো ও রোহিঙ্গাদের টিকাদান সেবার আওতায় আনার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার লাভ করেন।

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা জন্য গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।

বৃহস্প্রতিবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধা ৭টায় জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ কার্যালায়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ বা ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে এই পুরুস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর এ সম্মাননা অর্জনকে দেশের জন্য আরেকটি মাইলফলক হিসেবে দেখছেন ছাত্রলীগ নেতারা। সম্মাননা পাওয়ার পর শেখ হাসিনা নিজেও বলেছেন- ‘এ পুরস্কার আমার না। এটা বিশ্বের সকল শিশু, তরুণসহ বাংলাদেশের জনগণকে আমি উৎসর্গ করলাম।

ছাত্রলীগ নেতারা আশাপ্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।