শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩টি গাছ রোপণ করলো ছাত্রলীগ

মো. মেরাজ উদ্দিন বাপ্পী, ময়মনসিংহঃ ছাত্রলীগের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

এসময় উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক, উপাধ্যক্ষ নুরুল আফসার, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকন, যুগ্ম আহ্বায়ক শেখ সজল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম ফাহাদ, যুগ্ম আহ্বায়ক রেদুয়ান হুদা আজাদ, ছাত্রলীগ নেতা ওমর ইসলাম, তোফাজ্জল হোসেন, সারোয়ার জাহান, রুবেল,তানভির হাসান , শৈবাল, অন্তর, মোস্তফা কামাল, নাজমুল হাসান , সিফাত ইসলামসহ বিভিন্ন হল ইউনিট ও শাখা ছাত্রলীগের পদে দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাযায়, ছাত্রলীগের অভিভাবক ও সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের আজীবন সদস্য। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর ৭৩তম জন্মদিন উপলক্ষে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস সহ আসপাশের এলাকায় ৭৩টি গাছ রোপণ করবে।

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ জানান, ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা আমাদের সাংগঠনিক নেত্রী। তাঁর জন্মদিনে আনন্দ করার পাশাপাশি দেশের উন্নয়নে ছাত্রলীগ ভালো কিছু করতে চায়।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় নিয়ে আমরা সাংগঠনিকভাবে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর ৭৩তম জন্মদিনে ৭৩টি গাছ রোপনের ব্যবস্থা করেছি। আর এভাবে ইতিবাচক কাজের মাধ্যমে ছাত্রলীগের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করব আমরা ছাত্রলীগ।