অনুরাগঃ শাহিনা খাতুন।
তুমি মনে রেখ
এক প্রান্ত ধরে আছি
এই ছোট দুটি হাতে
শক্তি খুব বেশী নেই
এক অদৃশ্য মায়ায়
আর এক প্রান্তে
বাঁধা পড়ে আছ তুমি
এ এক পাহাড়ী পথ বেয়ে চলা
আঁকাবাঁকা লম্বা নদী
নদীর একটা মিষ্টি নাম আছে
নামটি তার অনুরাগ
অনুরাগের এককুলে তুমি
আর এক কুলে আমি
এই যে নিত্যকার মায়া
এ বড় নিঠুর খেলা
দেখা নেই কথা নেই
শুধু ভালবাসাবাসি আছে নিরন্তর
আর আছে জানাজানি
তুমি আছ তুমি ছিলে তুমি থাকবে।
তারিখঃ ১৩/১১/১৯













