“কেন্দ্রীয় যুবলীগের নতুন নেতৃত্বের কাছে তৃনমূল যুবলীগের প্রত্যাশা”

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সফলতা কামনা করে নানা আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল (শামীম)।

তিনি বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ও যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান খান নিখিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও আপনাদের সংগ্রামী নেতৃত্বে অতীতের গ্লানি মুছে যুবলীগ এগিয়ে যাবে আরো অনেক দূরে এমন প্রত্যাশা ময়মনসিংহ মহানগর যুবলীগের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) টাউনহল এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সৌজন্য এক সাক্ষাৎকারে ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য ও মহানগর যুবলীগের সদস্য গোলাম মোস্তফা কামাল (শামীম) বলেন সমালোচনার ঝড় পেরিয়ে বর্তমান যুবলীগের নেতৃত্ব এগিয়ে যাবে আরো অনেক দূরে এমন প্রত্যাশা।

তিনি বলেন, যুবলীগ এখন ইমেজ সঙ্কটে ভুগছে। সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ কাউকে জননেত্রী শেখ হাসিনা রাখবেন না। দুর্নীতির সঙ্গে যুক্তদের যুবসমাজ চায় না। আমরা চাই, যুবলীগের যে ইমেজ সঙ্কট হয়েছে, তা থেকে ফিরিয়ে আনবে বর্তমান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি আরোও বলেন, আগামীদিনে যুবলীগের সকল ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রে পরিশ্রমী, মেধাবী ও সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করবে। যারা গত বিএনপির জামাত আমলে রাজপথে থেকে লড়াই আনন্দোলন করেছে, ১/১১ যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে মূল্যায়ন করবে কেন্দ্রীয় যুবলীগ বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ গঠন করেন তার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৫ সালে শেখ মনি নিহত হওয়ার পর ১৯৭৮ সালে যুবলীগের পুনর্জাগরণে সংগঠনটির চেয়ারম্যান হন আমির হোসেন আমু। এরপর তৃতীয় কংগ্রেসে মোস্তফা মহসিন মন্টু, চতুর্থ কংগ্রেসে শেখ ফজলুল করিম সেলিম, পঞ্চম কংগ্রেসে জাহাঙ্গীর কবির নানক যুবলীগের চেয়ারম্যান হন। ২০১২ সালে ষষ্ঠ কংগ্রেসে চেয়ারম্যানের দায়িত্ব পান ওমর ফারুক।