স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: একাত্তরে নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আনন্দ মোহন কলেজের শিক্ষক ছাত্র সম্মিলিতভাবে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) আনন্দ মোহন কলেজের মুক্তিযুদ্ধা স্মারক ভাস্কর্যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আনন্দমোহন কলেজের অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, সম্পাদক আনোয়ার হোসেন, সহ সম্পাদক স্বপন কুমার দাস ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আশিকুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রোজিনা আক্তার, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকন, যুগ্ম আহ্বায়ক শেখ সজল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম ফাহাদ, ছাত্রনেতা উমর ইসলাম, সুকান্ত ভট্টাচার্য হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আমানুর রহমান শৈবাল, এ এস এম সিফাত, ফাহিম ফেরদৌস ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্বাধীনতাবিরোধীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলছে।