একদিনঃ কবি শাহিনা খাতুন এর কবিতা

একদিনঃ কবি শাহিনা খাতুন

আর কোন মন নেই
বহুবছরের ক্ষত নিয়ে সে পালিয়ে গেছে
সাহারা মরুভূমির তপ্ত বালুকায়
বৃষ্টির জল জমা রাস্তায় একদিন
ম্যানহোলের গর্তে একপাটি
জুতা হারিয়ে খালি পায়ে
হেটে গিয়েছিল সে দীর্ঘপথ।
উৎসুক হয়ে দেখেছিল কতজন
গলির মুখের ছোট দোকানের
হিসাবের খাতার মতন
সংকেতময় আছে অনেক হিসাব।
জরিনার মত তার কাব্য
ভালবাসা আছে অবহেলাও আছে খুব