কবি শাহিনা খাতুন এর লেখা “অমরাবতী গ্রাম” বের হচ্ছে একুশে বই মেলায়।

কবি শাহিনা খাতুন  এর লেখা “অমরাবতী গ্রাম” বের হচ্ছে এই একুশে বই মেলায় কবি তার লেখা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন বিশ্বাস করুন আমি নিজেকে কখনো কবি ভাবিনি। কারন যিনি সত্যিকার কবি হয়ে জন্ম নিয়েছেন তিনি যে অবস্থায় থাকেন লিখে যান। যেমন: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমার ফকির লালন, জীবনানন্দ দাস, জয় গোস্বামী, কবির সুমন আরও অনেকে। বর্তমানের অনেক কবি আছেন যাদের কবিতা আমার প্রিয় যেমন – ইমতিয়াজ মাহমুদ, আমাদের আজাদুর রহমান আরও কয়েকজন আছে। আমি ছোটবেলায় লিখেছি। আর মাঝেমধ্যে লিখছি। মানসম্পন্ন বা কালজয়ী লেখা লিখতে পারিনি আর পারবো কিনা জানিনা। তারপরেও কবিতা লিখি কেউ কেউ পড়েন, ভাল ভাল মন্তব্য করেন, আমি জানি যে তাঁরা আমাকে ভালবাসেন। এ ভালবাসার মূল্য আমার কাছে অনেক অনেক। তবুও কেন কবিতার বই বের করলাম সে ব্যাখ্যাটা একটু দেওয়া দরকার। নিম্নমানের লেখা হলেও নিজের মধ্যে একটা ভালোলাগা কাজ করছে। আর মনে হচ্ছে লিখতে লিখতে যদি কোনদিন একটা লেখা সত্যিই ভাল লেখা হয়ে যায়?
হতেও পারে নাকি?
যারা ভালবাসেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা। কাদাখোঁচা প্রকাশনীকেও শুভেচ্ছা।

তারিখ: ১৯/০২/২০