তোমারে পাওয়ার লাগি
বসে থাকি দিবানিশি
মন আমার তবু হয় বিবাগী
ভয়ে আছি দয়াময়।
ভয় থাকলে প্রেম হয়না
বলে থাকেন গুনিজন
প্রেমিক হতে চাইছি তবু
দয়া কর প্রেমময়।
লালন হাছন ভবা পাগলা
তোমার আব্দুল করিম
প্রেমিক হয়ে বসে আছে
আমি হীন দাস।
সাধন ভজন কিছু হইলোনা
সুর হইলোনা গান হইলোনা
ঈমান হইলোনা আমল হইলোনা
ভয় দুর করে দাও মহাজন।
মনবাসি বসে কখনো কান্দে
মাঝেমধ্যে আবার হাসে
অধম শাহিনা কি করবে এখন
তুমি বলে দাও প্রভু।
২২/২/২০২০













