রাতের নগরে ক্ষুদার্ত ছিন্নমূল মানুষের মাঝে ময়মনসিংহ জেলা পুলিশের খাবার বিতরণ।

বিডিনিউজ এক্সপ্রেসঃ দিন ব্যাপী অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিরতণ করা হচ্ছে আরও চলবে চলবে ৭ দিন। কিন্তু যাদের ঘর নেই, বাড়ি নেই, রান্না করার উপায় নেই। তাদের কথা মাথায় রেখে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন।

জেলা পুলিশের উদ্যেগে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় প্রতি রাতে একশত ছিন্নমূলের জন্য এ কার্যক্রম চলবে আগামী ৭ দিন। খাবার নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ নির্বগ্নে ছুটে বেড়াচ্ছে ক্ষুদার্ত মানুষের খোজে। রেলওয়ে ষ্টেশন, বাস ষ্টেশন, সড়কে বৃদ্ধ রিকশা চালক, পাগল, ছিন্নমূলদের খুজে খুজে হাতে তুলে দিচ্ছেন খাবারের প্যাকেট।

বিষয়টি বর্তমান সময়ে অনেকটা নৈমিত্তিক মনে হতে পারে। কিন্তু একবার মণ থেকে অনুভব করে দেখেন। রান্না করার উপায় নেই,কোন হোটেল খোলা নেই। কেউ কারো বাসা থেকেও এইসব মানুষকে খাবার দিচ্ছে না। দিনভর ঘুরে কোনভাবে কিছু টাকা পয়সা পেলেও তা কাজে লাগছেনা ওদের । খাবার কিনতে পারছে না ওরা। সেই মানুষগুলোর কথা চিন্তা করেই পুলিশ সুপারের এই উদ্যোগ।

আজ সারা দেশের ন্যায় ময়মনসিংহেও সমাজের বিত্তশালী, সমর্থরা, বিভিন্নভাবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করছেন। যা দেশের একটি শ্রেনীর জন্য বেচে থাকার নিয়ামক। তবে দিন শেষে এসব ছিন্নমূল মানুষগুলোর জন্য আশির্বাদ হয়ে এসেছেন পুলিশের এই মানবিক মানুষগুলো। যাদের চোখ পড়ছে সমাজের সকল স্থরেই। ধন্যবাদ নয়, এ মানুষগুলোর দোয়া রইলো ময়মনসিংহ জেলা পুলিশের জন্য।

মানুষ মানুষের জন্য কথাটি আজ স্বার্থক। মহান সৃষ্টিকর্তা তোমার সৃষ্টির সেরা মানব আজ মানুষ হয়ে উঠেছে। তুমি আমাদের ক্ষমা করো। তুলে নাও তোমার বান্দাদের উপর থেকে করোনা নামক মৃত্যুকুপকে।

লিখেছেন মোঃ কামাল