“জেলা প্রশাসন নরসিংদীর কর্মকর্তাগনের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ”

বিডিনিউজ এক্সপ্রেসঃ ২য় দফায় ১৬০ টি পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ বিতরন করেন জনবান্ধব জেলা প্রশাসন নরসিংদী পরিবার । করোনা ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারি বেসরকারি খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে ১৬০ টি পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন জনবান্ধব জেলা প্রশাসন নরসিংদী পরিবার । উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রথম দফায় নিত্য প্রয়োজনীয় খাবার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ।

১১ এপ্রিল হযরত কাবুল শাহ কালেক্টরেট পাবলিক স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ১২০ টি পরিবার, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের ২৪ টি পরিবারে এবং বাঁধনহারা থিয়েটার স্কুলের শিক্ষার্থীদের ১৬ টি পরিবারে শিক্ষকদের মাধ্যমে খাবার সামগ্রী বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে বলে জানান নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে ও থাকবে।

তারিখঃ ১১/০৪/২০