শুধু তুমি নেই বলেঃ কবি শাহিনা খাতুন এর কবিতা
প্রতিদিন একটু একটু করে ফুল ফোটে
কারবারি খরিদ্দার হয়ে অবশেষে
তোমার চরণে লুটায়
প্রদ্বীপ জেলে রেখে মনের আধার সরায়
কেউ কেউ প্রতিদিন বৃক্ষতলায়।
সেদিন বর্ষাকালে করজোড়ে দাঁড়িয়ে
তোমার অপেক্ষায় ছিল একজন
বৃষ্টিতে ভেজেনা তার মন
সংসার সমাজ দুঃখ সুখ সবই আছে তার
শুধু তুমি নেই বলে অবিরাম কেঁদে সে আকুল।
২০/১/২০২১