আমি ভালো আছি- ঠিকঠাক ভালো: কবি মুহাম্মাদ আব্দুল লতিফ

আমি ভালো আছি- ঠিকঠাক ভালো

লিখেছেন কবি মুহাম্মাদ আব্দুল লতিফ

আমি ভালো আছি- ঠিকঠাক ভালো
ক্ষরা চৈত্রে হঠাৎ বৃষ্টির মতো ভালো
কালো মেঘের পাশে ছুটে চলা
সাদা হাঁসের মতো ভালো
ছাঁদে দাড়িয়ে অপেক্ষায় পাওয়া
সুতা ছিড়া ঘুড়ির মতো ভালো
বর্ষায় কদমের মতো ভালো
মেঘ ভাঙ্গা বিকেলে
সাতরঙ্গা ধনুর মতো ভালো।
আমি ভালো আছি-ঠিকঠাক ভালো
কিশোরীর দোলানো বেণীর মতো ভালো
চপল পায়ে বাজা নুপুরের মতো ভালো
পুকুরে সাতরানো গ্রাম্য মেয়ের মতো ভালো
কাঙ্কের কলসীর মতো ভালো
স্নাত শেষে নববধুর শুভ্রতার মতো ভালো
হঠাৎ কানে পাওয়া গোলাপের মতো ভালো
কবিতার ছন্দ, ফিরে পাওয়া স্বরলিপি
নৃত্যের তালের মতো ভালো
কিংবা হারিয়ে যাওয়া প্রিয়ার হিয়ায়
ফিরে পাওয়া স্বপ্নের মতো ভালো।