কর্মস্থালী নিয়ে: কবি শাহিনা খাতুন।

কর্মস্থালী নিয়ে: কবি শাহিনা খাতুন এর কবিতা।

গৃহস্থালি আমার দেহ
আমায় বস্তুতে আবদ্ধ রাখে
সন্ন্যাসী আমার মন
আমায় নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়
যেন কচুপাতার উপর একবিন্দু জল
যে কোন একদিন টুপ করে
দুজন পৃথক হয়ে যাবে
কর্মস্থালী নিয়ে বসে থাকবো
জগতের যে মাত্রায়
সে শুধু আনন্দময়
ফের আসবার অপেক্ষায়।

তারিখঃ ১৫/০৩/২১