ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,২০২২ অনুষ্ঠিত

বিডিনিউজ এক্সপ্রেসঃ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, ঢাকা এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা এর আয়োজনে ০২ এপ্রিল ২০২২, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রাঙ্গণে ঢাকা বিভাগীয় সরকারি কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জনাব কে এম আলী আজম, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাহিদ রশীদ, মহাপরিচালক (সচিব), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, ঢাকা জনাব মো: খলিলুর রহমান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, ঢাকা বিভাগের জেলা প্রশাসকগণ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।