আমাদের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, প্রিয় পথ-প্রদর্শক ও প্রাণপুরুষ ডাঃ এস এ মালেকের জন্মদিন। ১৯৩৬ সালের ১৮ আগস্ট তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ শেখ আবদুর রাজ্জাক তখন সেখানকার ফরেস্ট অফিসার ছিলেন। তাঁর মূল নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী এই ছাত্রটি অত্যন্ত কৃতিত্বের সাথে ১৯৫৪ সালে মেট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে আই এসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বি এসসি পাশ করার পর ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি গ্রহণ করে চিকিৎসা পেশায় নিজেকে নিয়োজিত করেন।কিন্তু প্রবল দেশপ্রেম ও রাজনীতি ছিল তাঁর রক্তে। তাই ছাত্রজীবন থেকেই ভাষা আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তবে তিনি মনে করেন তাঁর জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও জীবন বাজি রেখে একটি বড় এলাকা জুড়ে এতে নেতৃত্বদান। এ জন্য তিনি এই অশীতিপর বয়সেও অত্যন্ত সন্তুষ্টি ও গর্ব অনুভব করেন। তিনি ১৯৭৩ সালে ফরিদপুর-১ (গোয়ালন্দ-রাজবাড়ি) আসন থেকে জাতীয় সংসদের মাননীয় সদস্য নির্বাচত হন। ১৯৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যার পৈশাচিক ঘটনার পর তিনি সেই হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার
সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে এক পর্যায়ে তাঁকে দেশ ছেড়ে যেতে হয়। ১৯৮০ সালে ফিরে এসে তিনি বঙ্গবন্ধু পরিষদকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন। এর মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সব বুদ্ধিজীবী ও সচেতন প্রগতিশীল শিক্ষিত মানুষকে বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে আনার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন, যা আজও অব্যাহত। আজ বঙ্গবন্ধু পরিষদ অনেক বড় হয়েছে। দেশের গন্ডি ছাডিয়ে বিদেশেও আজ এর শাখা জন্ম নিচ্ছে। এই সংগঠনটি আজ দেশের প্রগতিশীল, গণতন্ত্রমনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক মানুষদের মিলনমেলা ও এই আদর্শের ‘থিংক ট্যাংঙ্ক’-এ পরিণত হয়েছে। তাঁর জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের আমরা সকল সদস্য ও শুভানুধ্যায়ী তাঁর সুস্বাস্থ্য ও শতায়ু কামনা করছি। বঙ্গবন্ধুর মতো তিনিও জন্মদিনে কেক কাটা ও আড়ম্বর পছন্দ করেন না বিধায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের পক্ষ থেকে তাঁকে অনাড়ম্বর ও ঘরোয়া পরিবেশে ফুলেল শ্রদ্ধার্ঘ ও শুভেচ্ছা জানানো হয়। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
শুভেচ্ছান্তে
অধ্যাপক আ ব ম ফারুক
সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ।
তারিখঃ ১৮ আগস্ট ২০২২