অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল “বাংলাদেশ ডার্মাটোলজিকাল সোসাইটি” এর সভাপতি নির্বাচিত।

বিডিনিউজ এক্সপ্রেসঃ অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল দক্ষিণ এশিয়ার ডার্মাটোলজিস্টদের সর্বাধিক প্রাচীন সংগঠন বাংলাদেশ ডার্মাটোলজিকাল সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাক্তার শাহিন রেজা চৌধুরী। কুয়াকাটায় অবস্থিত সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলেজে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশের সকল ডার্মাটোলজিস্টদের  মিলনমেলায় বাংলাদেশ ডার্মাটোলজিকাল সোসাইটির এজিএম অনুষ্ঠিত হয়। উক্ত এজিএম এ  সকল ডার্মাটোলজিস্টদের পছন্দের মানুষ অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলকে বাংলাদেশের ডার্মাটোলজিকাল সোসাইটির সভাপতি নির্বাচিত করেন।

১৯৬২ সালে বাংলাদেশ ডার্মাটোলজিকাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এটি দক্ষিণ এশিয়ার সর্বাধিক প্রাচীন এবং সর্ব বৃহৎ সংগঠন। বাংলাদেশে ডার্মাটোলজিস্টদের ডার্মাটোলজি,ভেনেরিওলজি এবং কসমেটোলজির সম্পর্কে শিখতে, শেখাতে এবং মত বিনিময় করতে সহযোগিতা করে বাংলাদেশ ডার্মাটোলজিকাল সোসাইটি। ডার্মাটোলজিস্টদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে এই সংগঠনটি কাজ করে যাচ্ছেন। এছাড়াও স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রেও কাজ করেন এই সংগঠনটি।

অতি সম্প্রতি অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। তাহার এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত, উদ্বেলিত সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন,  লক্ষীপুর জেলার সর্বস্তরের জনসাধারণ, দেশের সর্বস্তরের ডাক্তার সমাজ, সর্বোপরি দেশের সকল স্থরের মানুষ। এই প্রভাবশালী নেতা বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করছেন দেশের ডাক্তার সমাজ।  উল্লেখ্য, অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক মর্যাদাশালী পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ভাষাসৈনিক মরহুম ডা. আব্দুল হাই সাহেবের জ্যেষ্ঠ সন্তান। অধ্যাপক ডাক্তার এহসানুল কবির জগলুল এর বাবা প্রায়াত ডাক্তার আব্দুল হাই সাহেব ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মানবিক ডাক্তার, তিনি মানুষের সেবা করেছেন আজীবন, তারই ধারাবাহিগতা অব্যাহত রাখছেন সুযোগ্য সন্তান।

বর্তমানে অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাহার অবিশ্বাস্য সাফল্য এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এগিয়ে যাচ্ছে এক নতুন দিগন্তে।

তারিখঃ ২০/১২/২২/এ আর