বিডিনিউজ এক্সপ্রেসঃ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল এর সাফল্য সমূহ সংক্ষেপে উল্লেখ্য করা হলো।
১। বাৎসরিক উৎপাদন ৪০০ কোটি টাকা থেকে ১০৩৩ কোটি টাকায় উন্নীত করা।
২। ১০ একর ভূমির উপর ইডিসিএল গোপালগঞ্জ প্লান্ট নির্মাণ এবং ঔষধ উৎপাদন শুরু করা। ৩। বগুড়ায় দ্বিতীয় ধাপে উদ্বোধনের অপেক্ষায় ‘সেফালোস্পোরিন’ অ্যান্টিবায়োটিক তৈরি করার প্রকল্প। এই প্রকল্পে রাজস্বও যোগ হবে ১৫০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে সরকার বছরে দেড় কোটি মানুষকে বিনামূল্যে ‘সেফালোস্পোরিন’ অ্যান্টিবায়োটিক ওষুধ সরবরাহ করতে সক্ষম হবেন।
৪। ঢাকার পুরানো ফ্যাক্টরি স্থানান্তর করার জন্য ১৯০৫ কোটি টাকায় মানিকগঞ্জে ৩১ দশমিক ৫০ একর ভূমিতে নতুন অত্যাধুনিক ইডিসিএল একনেকে পাস করানো এবং নির্মাণ কাজ গতিশীল করা।
৫। করোনা ভাইরাসের ভ্যাক্সিন সহ দেশেই সব ধরনের ভ্যাক্সিন উৎপাদন করার লক্ষে গোপালগঞ্জে উন্নতমানের গবেষণাগার ও টিকা তৈরির কারখানা তৈরির কাজে অগ্রগতি। ভ্যাক্সিন প্ল্যান্টের জন্য ইতিমধ্যে সাত একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 
৬। সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।
তারিখঃ ১০/০১/২৩/এ আর