ইডিসিএল এর বাৎসরিক বিক্রি বেসরকারি ঔষধ কম্পানির দামের সাথে তুলনাকরলে দারায় ৩৯৮৩.২৪৮ কোটি টাকা।

বিডিনিউজ এক্সপ্রেসঃ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ এহ্সানুল কবির জগলুল পরিচালিত বাংলাদেশ সরকারের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড সরকারি ঔষধ এর চাহিদা পূরণ করার জন্য ঔষধ উৎপাদন করে থাকেন এবং খুব স্বল্পমূল্যে সরকার ইডিসিএল এর কাছ থেকে সেই ওষুধ কিনে সারাদেশের সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ সকল সরকারি প্রয়োজনে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে চিকিৎসার প্রয়োজনে বিনামূল্যে বিতরণ করে থাকেন।

ইডিসিএল ২০১২-২০২২ অর্থবছরে ১০৩৩ কোটি টাকার ঔষধ উৎপাদন করেছেন। সরকার নামমাত্র মূল্যে এই ঔষধ ইডিসিএল এর কাছ থেকে কিনে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন।

সরকারি হিসেবে বাৎসরিক বিক্রি ১০৩৩ কোটি টাকা হলেও বেসরকারি হিসেবে এর পরিমান দারাবে অনেক বেশি।

সরকারিভাবে উৎপাদিত ওষুধের মূল্য এবং বেসরকারিভাবে উৎপাদিত ওষুধের মূল্যের তুলনা করে দেখা যাক।

Medicine Name EDCL Price Private Company Name Private Company price Averse Private price Price Deference
 

 

Amlodipine 5mg tablet

 

 

0.96 Taka

Inceptra  (Amlotab 5) 5.00 Taka  

 

5.00 Taka

 

 

 

4.04 Taka

 

Beximco  Pharma (Amdocal 5) 5.00 Taka
Eskayef Pharma (Sidopin 5) 5.00 Taka
 

 

Calcium Carbonate 500mg+ Vitamin D3 200Iu

 

 

 

2.92 Taka

ACI Limited (Acical D 500mg+200iu) 7.00 Taka 7.333 Taka  

 

 

4.41 Taka

Aristo Pharma (Calbon D 500mg+200iu) 7.00 Taka
ReneTa Pharma (Calcin D 500mg+200iu) 8.00 Taka

 

উপরে এমলোডিপিন 5mg প্রতি পিস ট্যাবলেটের ইডিসিএল এর মূল্য ০.৯৬ টাকা বেসরকারি কম্পানির গড় মূল্য ৫.০০ টাকা, যাহা ইডিসিএল এর মূল্যের চেয়ে (প্রাইভেট কম্পানির গড় মূল্য ৫.০০/ ইডিসিএল এর মূল্য ০.৯৬)= ৫.২ গুণ বেশি।

ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন D3 সমন্বয়ে তৈরি ঔষধের ইডিসিএল এর মূল্য ২.৯২ টাকা, প্রাইভেট ঔষধ কম্পানির গর মূল্য ৭.৩৩ টাকা। মূল্য তুলনা করে দেখাযায় ইডিসিএল এর মুল্যের চেয়ে  প্রাইভেট কোম্পানির এই ওষুধের মূল্য চারগুণ এর চেয়েও (প্রাইভেট কম্পানির গড় মূল্য ৭.৩৩/ইডিসিএল এর মূল্য ২.৯২)= ২.৫১১৩ গুণ বেশি।

তাই দুটি ঔষধের মূল্য যত গুণ বেশি তাহার গড় করে দেখা যাকঃ EDCL এর বাৎসরিক  ঔষধ উৎপাদন প্রাইভেট কোম্পানির বাৎসরিক ঔষধ উৎপাদনের (৫.২+২.৫১১৩)/২=৩.৮৫৬ গুণ বেশি।

তাই ইডিসিএল এর বাৎসরিক বিক্রি ১০৩৩ কোটি  টাকা হলে তা বেসরকারি ঔষধ কম্পানির দামের সাথে তুলনাকরলে দারায় ১০৩৩*৩.৮৫৬= ৩৯৮৩.২৪৮ কোটি টাকা।

তারিখঃ ১২/০১/২৩/এ আর