বিডিনিউজ এক্সপ্রেসঃ গতকাল ১১ মে রাজধানীর একটি হোটেলে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও চ্যাথাম হাউস কমিশনের কো-চেয়ার হেলেন ক্লার্ক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ সরকার দেশে গবেষণা পরিচালনা, কোভিড-১৯ এবং অন্যান্য ভ্যাকসিন উৎপাদনের ওপর জোর দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তায় গোপালগঞ্জে একটি ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে। জবাবে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কোভিড-১৯ ভ্যাকসিনসহ বিশেষ ওষুধ রপ্তানিকারক হতে পারে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও)-র মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্য সচিব ডা. মো. আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ভ্যাকসিন প্লান্ট” বাস্তবায়নে কাজ করছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর সফল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অধ্যাপক ডাঃ এহ্সানুল কবির জগলুল। আগামী জুলাইয়ে টিকা তৈরির প্রক্রিয়া শুরু হবে, যেখানে ১২ ধরনের টিকা উৎপাদিত হবে।”
উল্লেখ্য, অধ্যাপক ডাঃ এহ্সানুল কবির ভ্যাকসিন প্লান্ট এর অগ্রগতি নিয়ে এক বিবৃতি প্রদান করেন, বিবৃতিটি নিচে তুলে ধরা হলো।
অধ্যাপক ডাঃ এহ্সানুল কবির জগলুলঃ “করোনা মহামারির সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকা তৈরির নির্দেশনা দেন, তখন গোপালগঞ্জে টিকা তৈরি কারখানা স্থাপনে স্থান নির্বাচন করি। আমার নেতৃত্বে এ কাজ ব্যস্তবায়নে দুটি কমিটি গঠন করা হয়েছে। কিছু কাজ এগিয়ে নিলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অনুদানের প্রতিশ্রুতি দেয়। এডিবির ২৫০ মিলিয়ন ডলার ও সরকারের ৫০ কোটি ডলার দিয়ে এ কাজ বাস্তবায়িত হবে। ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি হয়েছে। আগামী জুলাই থেকে কাজ শুরু হবে বলে আশা করছি। এই কারখানা থেকে করোনা, নিপা, কলেরাসহ ১২টি টিকা উৎপাদন হবে। ইনফ্লুয়েঞ্জা, ম্যানিনজাইটিস, করোনা, টিউবারকুলোসিসসহ শিশুদের যে ১১টি টিকা দেওয়া হয় তার সবই আমদানিনির্ভর, যা আমরা নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন করতে পারব। এ ছাড়া অ্যান্টিবায়োটিক, জন্মনিয়ন্ত্রণ বড়ি, ইনজেকশন, সাল্যাইনসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে।
তারিখঃ ১২/০৫/২৩/এ আর