সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা

বিডিনিউইজ এক্সপ্রেসঃ বঙ্গবন্ধু পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে বলেন আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এই ধর্মমতের বিবরণ অনুযায়ী, অতীতে একসময় যখন পৃথিবীতে শান্তি, ন্যায় ও ধর্মের বদলে মানব সভ্যতায় প্রবল হিংসা, অন্যায় আচরণ ও অধর্মের প্রাদুর্ভাব ভীষণ বলীয়ান হয়ে মানুষের জীবন অতীষ্ঠ করে তোলেন তখন ভক্ত ও সাধারণের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে স্বয়ং ঈশ্বর এক অবতারের রূপ নিয়ে আজকের দিনে পৃথিবীতে নেমে এসেছিলেন। তখন তিনি পুরুষোত্তম রূপে -কৃষ্ণ নাম ধারণ করেছিলেন। তিনি মানুষের বেশে মানুষের পরিবারেরই একজন হিসেবে মানুষের এই সমাজে বাস করে বিভিন্ন রূপে লড়াই করে, এমনকি যুদ্ধক্ষেত্রে অশুভ ও অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে, সমাজে কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। মনুষ্যজীবনের অতি অন্তরঙ্গ অনুভূতি প্রেমের ক্ষেত্রেও তিনি কিংবদন্তী হয়ে বাংলাদেশসহ সারা ভারতবর্ষে বিরাজমান। বাংলা সাহিত্যেও বিরহ ও মিলনকেন্দ্রিক যত প্রেমের গান আছে তাদের মধ্যে হাজার হাজার, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক গান রয়েছে রাধা-কৃষ্ণকে নিয়ে।
শুভ জন্মাষ্টমীর এই দিনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বঙ্গবন্ধু পরিষদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

তারিখঃ ২২ ভাদ্র ১৪৩০ / ৬ সেপ্টেম্বর ২০২৩