কেনিয়ার একটি হাসপাতালে ইমারজেন্সি ডাক্তার অধ্যাপক এহসানুল কবির মহোদয়ের বদলিতে গভর্নরের বাড়ি ঘেরাও করেছিল জনসাধারণ।

বিডিনিউজ এক্সপ্রেসঃ অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল মহোদয় কেনিয়াতে চাকরিরত অবস্থায় সেখানকার একটি স্টেট এর হাসপাতালে ইমারজেন্সি ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন, তিনি তাহার দায়িত্বের প্রতি অত্যন্ত একনিষ্ঠ ছিলেন। তিনি ইমারজেন্সি ডাক্তার হিসেবে ২৪ ঘন্টাই চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেন, গভীর রাতেও যদি কোনো রোগী আসতো তাহার চিকিৎসা দিতে তিনি একটুও অলসতা বোধ করতেন না। তারই চিকিৎসা সেবা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ওই এলাকার সকল মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলো। কিন্তু কেনিয়া সরকারের প্রয়োজনে অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল মহোদয়কে কেনিয়ার রাজধানীর একটি হসপিটালে বদলি করেন। তাদের প্রিয় ডাক্তারের বদলিতে জনসাধারণের মাঝে এক বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সর্বস্তরের জনসাধারণ একত্রিত হয়ে গভর্নরের বাড়ি ঘেরাও করার সিদ্ধান্তগ্রহণ করেন।

অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল মহোদয়ের বদলিতে কেনিয়ার গভর্নরের বাড়ি ঘেরাও করেছিল জনসাধারণ। তাদের প্রাণের প্রিয় ডাক্তার জগলুলকে ফেরত দিতে হবে তাদের মাঝে।

তারিখঃ ১০/০৯/২০২৩/এ আর