বিডিনিউজ এক্সপ্রেস: জলবায়ু পরিবর্তনরোধে ‘ফান্ড আওয়ার ফিউচার’ শ্লোগানে গতকাল রোজ শুক্রবার দুপুরে নেত্রকোনায় নির্ভয় ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনের সড়কে শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন করা হয়। জলবায়ূ সংকট নিরসনে অধিক ফান্ড বরাদ্দের সহায়তা চেয়ে বক্তব্য রাখেন নির্ভয় ফাউন্ডেশনের নেত্রকোনা চাপ্টারের প্রজেক্ট লিডার ফারজানা ফাইজা একা, সমস্বয়কারি নাজমুস সাকিব, সদস্য
আজমেরী ইসলাম(এইচ আর), নিলয় সরকার, নেত্রকোনা জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, পরিবেশবিদ অধ্যাপক নাজমুল কবীর, সাংবাদিক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, সাংবাদিক ভজন দাস। এসময় বক্তারা, প্লাস্টিক বর্জন, নদনদীর নাব্যতা রক্ষা করে গাছ পালা রোপন করার আহবান জানান। বিশ্বব্যাপী আন্দোলরের অংম হিসাবে গতকাল নেত্রকোনাতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
শ্যামলেন্দু পাল,নেত্রকোনা
১৫/৯/২৩ ইং