গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ জনাব এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি ঢাকা রেঞ্জ হিসেবে যোগদান করেন।
জনাব এ কে এম আওলাদ হোসেন ১৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রেজুয়েশন সম্পন্ন করেন। ইতোপূর্বে তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ও পুলিশ সুপার হিসেবে মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি এসবি, ট্যুরিস্ট পুলিশ, আরএমপি, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, চুয়াডাংগা জেলা, কেএমপি, যশোর জেলায় বিভিন্ন পদে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন।