ভর্তিচ্ছুদের সহযোগিতায় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ, সন্তুষ্ট অভিভাবকরা

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফরম জমা দিতে আসা অভিভাবক সহ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতায় নিরলস কাজ করে যাচ্ছে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ। ছাত্রলীগের এমন সহযোগীতামূলক কার্যক্রমে অভিভূত অভিভাবকরা।

রবিবার (০৮সেপ্টেম্বর) আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজের নেতৃত্বে ভর্তিচ্ছুদের বিভিন্ন কার্যক্রমে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছে ছাত্রলীগ।

সরজমিনে দেখা যায়, প্রকর রৌদ্রে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকগন কলেজ শাখা ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যার ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যেই নিয়ম মেনে সবাই তাদের ফরম জমা দিতে পেরেছেন এবং কলেজের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় নিয়োজিত শিক্ষকগন ও কলেজ ছাত্রলীগ কে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক শেখ সজল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম ফাহাদ, যুগ্ম আহ্বায়ক রেদুয়ান হুদা আজাদ ও ছাত্রলীগ নেতা উমর ইসলাম, তোফাজ্জল হোসেন , তানভীর হাসান প্রমুখ।

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ বলেন, ‘এটা আমাদের দায়িত্ব। কারণ আমরাও ছাত্র। আমরা হচ্ছি শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে সেই ধারাবাহিকতায় আজ আনন্দমোহন কলেজে বিভিন্ন জেলা উপজেলা থেকে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফরম জমা দিতে আসা অভিভাবক সহ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করেন।