বোঝা গেলোনা লিখেছেন কবি শাহিনা খাতুন।

বোঝা গেলোনাঃ শাহিনা খাতুন।

পাতারা ঝরে পড়ে আছে নাকি
নাকি ঝরা পাতা আবার ডালে জুড়ে বসে আছে
বোঝা গেলোনা
মেঘেরা এত বেশী কাছে কেন আজ
পথ জানে নাকি অরণ্য জানে
বোঝা গেলোনা
ম্যাপললিফের পাতার রঙটা গাঢ় সবুজ
নাকি হালকা সবুজ অথবা খয়েরী নাকি হলুদ
বোঝা গেলোনা
ওই যে অঝোর ধারার বৃষ্টি
বিসমিল্লাহ্‌ খানের সানাইয়ে রাজবংশী রাগ
কে যে কাকে বেশি কাছে টানছে
বোঝা গেলোনা।
সানাইয়ের সুরে কান্না মিশানো ছিল
নাকি আনন্দ মিশানো ছিল
বোঝা গেলোনা।
ঈশ্বরের ক্যানভাসের উপর রঙতুলিটা
পাহাড় পেরিয়ে বনানীতে শেষ হলো
নাকি বনানী পেরিয়ে সমুদ্রে শেষ হলো
বোঝা গেলোনা।
রাস্তাটা মেঘ ছুঁয়ে আঁকাশের দিকে চলে গেছে
রাস্তাটা যেতে যেতে সমুদ্রের মধ্যে চলে গেছে।

তারিখঃ ০২/১০/১৯