কুয়াশা বেশি পরলে সবজির দামও বাড়ে ময়মনসিংহের বাজারে

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ ময়মনসিংহের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। প্রতিদিনই সরবরাহ বাড়ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, গাজরসহ নানা ধরনের সবজির। তবে কমেনি দাম। অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।
রবিবার (০১ ডিসেম্ভর) সকালে ময়মনসিংহের বাজার গুড়ে দেখা যায় শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বাজারে কমছে না দাম। প্রতি কেজি সবজিতে ১০-২০টাকা পর্যন্ত দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
বাজারে সবজির আমদানির ওপর দামের কম-বেশি নির্ভর করে। শিম ৮০ থেকে ১০০টাকা, বেগুন ৩০ থেকে ৫০টাকা, ফুলকপি, বাঁধাকপি ৩০-৫০টাকা, শীত লাউ ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডাটা, করলা, পটল, শসা, কাঁচা মরিচও বিক্রি হচ্ছে বাড়তি দামে।
এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলেন, সবকিছুর দাম বেশি। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য চলা দায় হয়ে গেছে। দাম কমার কোনো লক্ষণই নেই।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে সবজির আমদানি কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে। শিমের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা। মরিচের বেড়েছে ১৫ টাকা। শীতে কুয়াশা বেশি পরলে সবজির দামও বেড়ে যায়।
এদিকে, বাজারে মুলাশাক, পালংশাক, লাউশাকসহ সবধরনের শাকের দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত কমেছে।