স্তন ক্যানসার স্ক্রিনিং এর জন্য একনাম্বার পদ্ধতি হলো ম্যামোগ্রামঃ অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন।

অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার।

স্তন ক্যানসার স্ক্রিনিং এর জন্য এক নাম্বার পদ্ধতি হলো ম্যামোগ্রামঃ

ম্যামোগ্রাম কিভাবে করে?

১। আপনি একটি বিশেষভাবে তৈরী এক্স-রে মেশিন এর সামনে দাঁড়াবেন।

২।ম্যামোগ্রাম টেকনোলজিস্ট আপনার ব্রেস্ট কে মেশিনের প্লাস্টিক প্লেট উপর বসাবে তারপর উপরের প্লেট দিয়ে আস্তে আস্তে চাপ দিতে থাকবে।

৩।চাপ দেওয়ার সময় একটু অস্বস্তি ও মৃদু ব্যাথা হতে পারে ক্ষনিকের জন্য।

৪।ম্যামোগ্রাম করতে খুবই অল্প সময় লাগে।

ম্যামোগ্রামের জন্য কিছু টিপস্ঃ

১।পিরিয়ড এর এক সপ্তাহ আগে অথবা পিরিয়ড এর সময় ম্যামোগ্রাম করাবেন না।কারন তখন ব্রেস্টএ সোয়েলিং ও ব্যাথা থাকে।

২।ম্যামোগ্রাম এর দিন পারফিউম, ডিওডোরেন্ট,এন্টিপার্র্সপিরেন্ট,লোশন, ক্রীমস অথবা পাউডার বগল এবং ব্রেস্ট এর আশেপাশে লাগাবেন না।কারন এই সমস্ত প্রডাক্ট থেকে সাদা স্পট ম্যামোগ্রামে দেখা যেতে পারে।

৩। বয়স ৩৫ এর উপরে হলে ম্যামেগ্রাম করতে পারেন। ৪০ এর উপর তো অবশ্যই করনীয়।

৪। ম্যামোগ্রাম করা মানেই ব্রেস্ট ক্যানসার নয়। একদম ভয় পাবেন না।