বিডিনিউজ এক্সপ্রেসঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবযোগদানকৃত প্রশাসক জনাব উম্মে সালমা তানজিয়া এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র সমস্বয়ক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, মিডিয়া ব্যাক্তিত্ব, ব্যবসায়ী ও ধর্মীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় নবনিযুক্ত সিটি প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেনঃ ‘সিটি করপোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া-পাওয়া। অতীতে কী হয়েছে, তা জানতে চাই না, বর্তমান নিয়ে এগিয়ে যেতে চাই। মানুষ ম্যাটারিয়াল নয়, চেয়ার ম্যাটারিয়াল। যিনিই এই চেয়ারে বসুক, যাতে জনগণের কল্যাণে, জনস্বার্থে কাজ করে, ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে সেই চেষ্টা করা উচিত। রাজশাহী এতো সুন্দর, খুলনা এতো পরিকল্পিত শহর, আমাদের ময়মনসিংহ কেন পারে না। যানজটে বাংলাদেশে দ্বিতীয় ময়মনসিংহ। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ দেখতে পারবেন আপনারা।’ ‘পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে, ছাত্ররা পরিবর্তনের নজির স্থাপন করেছে। পরিবর্তনটা শুরু হোক নিজের থেকে। আমরা আপনাদের সহযোগিতা চাই। ভালো পরামর্শ নিয়ে এগিয়ে আসুন। এই বিপ্লবে আপনারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার। একটি সুন্দর পরিকল্পনাই কাজের অর্ধেক। আমি এতদিন পরিকল্পনা বাস্তবায়নের কর্মকর্তা ছিলাম, এখন পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব এসেছে। সবার সহযোগিতায় আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সিটি করপোরেশন গড়ে তুলবো এই প্রত্যাশা।’













