বিডিনিউজ এক্সপ্রেস: চাঁদের আলো’ ছবিতে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। আজকে সেই আলোকিত চাদের আলো চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির- শুভ জন্মদিন।
এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনটি পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন আলোকিত সুন্দরী রুমানা ইসলাম মুক্তি।
বাংলাদেশের এই সসনামধন্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি তাহার জন্মদিন উপলক্ষে বলেন- ‘জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। বাবা মারা যাওয়ার পর নিজে কেক কাটি না। তবে পরিবারের সবাই ঘরোয়াভাবে কেক কাটে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। শুধুমাত্র পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বাসাতেই সময় কাটাবো। আর সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’ জন্মদিনের সেরা উপহার কী ছিল, জানতে চাইলে তিনি স্মৃতির জানালায় উকি দিয়ে স্মৃতিকাতর হয়ে যান, চলে যান শুটিংয়ের দিনগুলোতে। সেদিন ছিল ‘পিতা মাতার আমানত’ ছবির শুটিং। লোকেশন ছিল ডিপজলের সাভারের শুটিংবাড়ি। মুক্তির সহশিল্পী ছিলেন মান্না। শুটিং শেষ করে বাসায় ফিরবেন, এমন সময় শুনতে পান মান্নার ডাক, ‘মুক্তি একটু এদিকে এসো।’ ভেতরের একটি ঘরে গিয়ে দেখেন কেক, ফুলসহ তার জন্য বিশাল আয়োজন সেখানে। সেটের সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। মুক্তি বলেন- ‘সেদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম, শুটিং সেটের কেউ আমার জন্মদিনের কথা জানেন না। মান্না ভাইয়ের সেই সারপ্রাইজ এখনো আমার জীবনে স্মরণীয় হয়ে আছে। জন্মদিন এলে মান্না ভাইকে ভুলতে পারি না। তিনি আমাকে ভীষণ আদর করতেন। তাকে প্রায়ই মনে পড়ে।’
চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির চাদের আলোর পাশাপাশি ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাসন রাজা’, ‘লড়াই যুদ্ধ’, ‘পিতা মাতার আমানত’, ‘জগৎ সংসার’ অসংখ্য বাংলা চলচিত্রে অভিনয় করেছেন তিনি।
চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির জন্মদিনে অনেক অনেক শুভ কামনা।














