“আত্ম মানবতার সেবায় রোটারি ক্লাব অফ ঢাকা লালমাটিয়া ক্লাব ইনস্টলেশন ও সার্ভিস প্রোজেক্ট উদ্বোধন”

বিডিনিউজ এক্সপ্রেস: আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ফেলোশিপ ও সোশ্যাল ওয়ার্কের অবদানে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গত ১লা ফেব্রুয়ারি ‘২০২৫ মাদারীপুর এর কুতুবপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল “রোটারি ক্লাব অফ ঢাকা লালমাটিয়ার” -১৩ তম ক্লাব ইনস্টলেশন ও পাঁচটি ক্লাব সার্ভিস প্রজেক্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব আনিসুর রহমান, কুতুবপুরের বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও দাতা- হাজী আব্দুল মজিদ মোড়ল, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বিশিষ্ট সমাজসেবক রোটারি ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশের পাস্ট ডিস্ট্রিক সেক্রেটারি এবং ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান মোঃ কামরুল হাসান, ঢাকা লালমাটিয়া ক্লাবের রোটারি ফাউন্ডেশনের চেয়ার – জনাব জিএম মুজিবুর রহমান এবং ক্লাব প্রেসিডেন্ট বিশিষ্ট স্থপতি ও শিক্ষা উপদেষ্টা ডঃ মহিউদ্দিন আলমগীর খান সুপ্রিয়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পাঁচটি রোটারির ক্লাব প্রেসিডেন্ট সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রোটারীর ঐতিহ্য অনুযায়ী ২৪-২৫ সালের ক্লাব প্রেসিডেন্ট স্হপতি ডঃ মহিউদ্দিন সুপ্রিয় কে কলার হস্তান্তর করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
ড: মহিউদ্দিন সুপ্রিয় আগামী বছরের রোটারি ক্লাবের কর্ম পরিচালনা তুলে ধরেন, এছাড়া অনুষ্ঠানের পাঁচটি ক্লাব সার্ভিস প্রোজেক্টের উদ্বোধন ঘোষণা করেন।
রোটারি ইন্টারন্যাশনাল বন্ধুত্ব ও পেশাজীবী কার্যক্রম এর সাথে সাথে গ্রামীণ উদ্যোগে গুরুত্ব দিয়ে থাকে।
তাই এই আন্তর্জাতিক ক্লাবের গ্রামীণ উদ্যোগ হচ্ছে RCC- রোটারি কমিউনিটি ক্রপ। যা প্রত্যেক ক্লাবের অধীনে গ্রামীণ জনপদের মানুষের সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে থাকে। ঢাকা লালমাটিয়া ক্লাবের আরসিসি হল মাদারীপুরের কুতুবপুর গ্রাম।
এই গ্রামে কুতুবপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পাঁচটি প্রজেক্ট পরিচালনা করা হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ১-হাই স্কুলের কমন রুম তৈরি। শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে এগুলো তিনটি দিক উল্লেখযোগ্য তা হল মানসিক আত্মিক ও শারীরিক বিকাশ। এই উন্নয়নকে তরান্নীত করতে রোটারিয়ান কামরুল হাসানের অর্থায়নে একটি দৃষ্টিনন্দন ও যুগোপযোগী কমনরুম তৈরি করে দেওয়া হল। যাতে রয়েছে ইনডোর গেম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইন্সট্রুমেন্ট ও আই কিউ বিকাশের আত্মিক বিশ্লেষণ। প্রজেক্টটি উপস্থিত দর্শনার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে ভূয়সি প্রশংসা অর্জন করেছে।
ঢাকার স্থপত ফার্ম “সুপ্রিয় অঙ্গন” এর সি.এস.আর এর আওতাভুক্ত করে প্রজেক্ট এর চমৎকার ডিজাইন ও ডেভেলপমেন্ট করা হয়।
এই প্রজেক্টটি অন্যান্য স্কুল গুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

২-“এছাড়া ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে “রোটারি- সুরাইয়া বীর মাসিক বৃত্তি” প্রদান কার্যক্রমে কুতুবপুরের মোড়ল পরিবারের সদস্যরা প্রত্যেক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন।
৩- প্রায় ৫০টি বনজ ও ফলজ ও গাছ দিয়ে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বিদ্যালয় প্রাঙ্গণকে রাঙিয়ে তোলার জন্য কৃষ্ণচূড়া, রাধাচূড়া সোনালু ,রোজ ওয়াটার অ্যাপল, কাঠগোলাপ লাগানো হয়।
ফলজ গাছের মধ্যে কামরাঙ্গা, সফেদা, আমলকি দিয়ে সাজানো হয় হয়েছে যাতে শিক্ষার্থীরা আধুনিকতার সাথে সাথে প্রকৃতিকে কেউ আপন করে নিতে পারে।
৪-অনুষ্ঠানের অন্যতম আরেকটি আয়োজন ছিল কুতুবপুর প্রাইমারি বিদ্যালয় এর জন্য ” সিপিসিপি”- কংক্রিট পাইপ, চিলড্রেন প্লেগ্রাউন্ড প্রজেক্ট ।
অর্থাৎ কংক্রিটের বড় বড় পাইক গুলো দিয়ে বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দেওয়া হচ্ছে, যাতে থাকছে স্লিপার, ক্লাম্বিং, ক্রলিং সহ নানা ধরনের খেলা যা বাচ্চাদের সৃজনশীলতা ও মেন্টাল হেলথকে উন্নত করতে সহায়তা করবে।

প্রজেক্টগুলো খুবই সময়োপযোগী এবং বাস্তবসম্মত হওয়ায় সবাই প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করেন।