জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার) এক বিশেষ আলোচনা সভা ও র‍্যালি
আয়োজন করা হয়। ফার্মা ক্যারিয়ার গাইউলাইনস পূর্ণ তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি ফার্মেসি বিভাগের পিএলটিতে অনুষ্ঠিত হয়।
বিশেষ র‍্যালিটি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন একটি ক্লাস রুম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “ফার্মেসি বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত। এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের মেধা ও দক্ষতার মাধ্যমে গবেষণা ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। সীমিত সুযোগের মধ্যেও তারা তাঁদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাঁদের কার্যকরী সহায়তা প্রদান করা হলে তাঁরা আরও সক্ষম হয়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।তিনি ফার্মেসি বিভাগের সমৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এন শাহাদাত উর রহমান।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন,” ফার্মেসি বিভাগ জীবনীশক্তি নিয়ে এগিয়ে চলেছে। এই বিভাগ সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এন শাহাদাত উর রহমান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনামূলক মূল্যবান আলোচনা করেন।

এছাড়া, আয়োজক কমিটির আহ্বায়ক ড. রাজিয়া সুলতানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি ফার্মেসি বিভাগের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানটি আয়োজনে সকল শিক্ষক, শিক্ষার্থী ও ভলান্টিয়ারদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ফার্মেসি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উৎসবমুখর হয়ে উঠে।