আনন্দ মোহন কলেজে সমাজকর্ম বিভাগের সম্মান চতুর্থ বর্ষের বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ: ময়মনসিংহে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে (এএম কলেজ) সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বান্ধব শিক্ষক আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে (এএম কলেজ) উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আমেনা বেগম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাফি উদ্দিন আহম্মদ, কোষাধ্যক্ষ নুরুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মমতাজ জাহান, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকন, যুগ্ম আহ্বায়ক শেখ সজল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম ফাহাদ, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হুদা আজাদ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন টিপু প্রমুখ।

আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে (এএম কলেজ) উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার বলেন, ‘শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজকে এগিয়ে নেয়ার জন্য সামর্থের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের তৈরি করতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।’