চাইল্ডহুড গ্রুপের পক্ষ থেকে চাল-ডাল সুরক্ষা সামগ্রী বিতরণ।

মঈন উদ্দিন রায়হান : বিশ্বব্যাপী তার ভয়াল থাবা বিস্তার করেছে মরণঘাতী করোনাভাইরাস। বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও এই মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সারাদেশে। অবাধে বাইরে চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সকলকে ঘরে অবস্থান করে সর্বাবস্থায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমতাবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশের খেটে খাওয়া গরীব শ্রেণির মানুষগুলো। তারা যেতে পারছেনা নিজ নিজ কর্মস্থলে। দৈনিক আয় দিয়ে যাদের কোনরকমে সংসার চলে তারা আয় না করতে পারায় কিনতে পারছেনা চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

এই ক্রান্তিলগ্নে দৈনন্দিন আয়হীন হতদরিদ্রদের কথা ভেবে শৈশবের বন্ধু গ্রুপের পক্ষ থেকে কতিপয় বন্ধুরা মিলে ময়মনসিংহে দিনমজুর ও রিক্সাওয়ালাদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করলনে।

তারা শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর পন্ডিত পাড়া এলাকায় হত দরিদ্রদের মাঝে চাউল, ডাল, তৈল, সাবান, আলু, পিয়াজ, হ্যান্ডসেনিটাইজার ও মাক্স বিতরণ করেন।

এসময় শৈশবের বন্ধু গ্রুপের বন্ধু মঈন উদ্দিন লস্কর, একে এম রাসেল, সনি ভৌমিক, সোহাগ, মনসুর, কিরন ছাড়াও এলাকার কিছু গণ্যমান্য ব্যাক্তি একেএম গোলাম মোস্তফা আজাদ, ডাঃ নাসির সাহেব, হুমায়ন সাহেব, এসআই লুৎফর রহমান, এসআই টিটুর ও কন্সটেবলগণ উপস্থিত ছিলেন।

এসময় তারা ১০০ জন নারী ও পুরুষের মাঝে এগুলো বিতরণ করেন।

গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় সর্বমহলে প্রশংসিত হয়েছেন এই শৈশবের বন্ধু গ্রুপ পরিবারটি।

শৈশবের বন্ধু গ্রুপের একেএম রাসেল ও মঈন উদ্দিন লস্কর রিগ্যান বলেন, গরীব-দুঃখির পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস। দেশের প্রত্যেক বিত্তবান ব্যক্তিকেই গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানো বর্তমানে সময়ের দাবি।